হবিগঞ্জের লাখাইয়ে প্রয়াত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমার দে’র স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকাল ৩ টায় লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি লাখাই উপজেলা শাখা এই স্মরণ সভার আয়োজন করে।
শিক্ষক সমিতি লাখাই উপজেলা সভাপতি লিটন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা চেয়ারম্যান এড. মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফ উদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ রুহুল্লাহ, লাখাই উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম।
স্মরণ সভায় প্রয়াত জীবন কুমার দে লাখাইয়ে কর্মরত অবস্থায় তার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনায় অংশ নেন কালাউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব, বুল্লা-সিংহগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করীম, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ফজলে এলাহী ফরহাদ, জামাল মিয়া, অলক কুমার পাল, মাওলানা সাইফুল ইসলাম, মলয় কুমার পাল, অগ্নিকুমার দাশ, আয়েশা সিদ্দীকা, স্বপ্না আক্তার, এম এ মতিন, সহকারী মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দীন, জিরুন্ডা মানপুর তোফায়েলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মো. সাঈদ জুনায়েদ প্রমুখ।
সভায় বক্তারা প্রয়াত জীবন কুমার দে’র জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন একজন পরিশীলিত মানুষ। তিনি দীর্ঘ ৯ বছর যাবৎ লাখাইয়ে কর্মরত অবস্থায় উপজেলার শিক্ষাক্ষেত্রে উন্নয়ন সাধনে ব্রতী ছিলেন। বক্তাগণ প্রয়াতের পারলৌকিক কল্যাণ কামনা করেন।