লাখাইয়ে প্রান্তিক মৎস্যচাষীদের সাথে মতবিনিময়

লাখাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের তৃতীয়দিনে প্রান্তিক মৎস্যচাষীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ জুলাই) দুপুর ১১ টায় লাখাই উপজেলার সিংহগ্রামের আব্দুর রহমানের পুকুরপাড়ে মৎস্যচাষীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদারের সভাপতিত্বে ও সহকারী মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. বাহার উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ৮ নম্বর ওয়ার্ড মেম্বার দুলাল আহমেদ, সাবেক মেম্বার হারুনুর রশীদ, মৎস্যচাষী আব্দুর রহমান।

সভায় বক্তাগন বলেন, মাছের উৎপাদনে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। এক দশকের ব্যবধানে লাখাইয়ে মৎস্যের উদ্ধৃত ১৪৪০ মেট্রিক টন থেকে বেড়ে চলতি বছর হয়েছে ২৮৮০ মেট্রিক টন।
এবারের ভয়াবহ বন্যায় লাখাইর ৪ শতাধিক পুকুরের মাছে হাওরে ভেসে যাওয়ায় মৎস্যচাষীদের অনেক ক্ষতিসাধন হয়েছে।

এদিকে মৎস্য বিভাগ ক্ষয়ক্ষতি নিরুপনপূর্বক ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। এবং লাখাই এলাকায় প্রতিটি পুকুর, ডোবা পরিকল্পিত মাছচাষের আওতায় এনে মাছের উৎপাদন বৃদ্ধি করতে হবে।