লাখাইয়ে হাওরাঞ্চলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত, নদী-খাল পূনঃখননের স্কিম প্রস্তুত ও বাস্তবায়নের লক্ষে স্কিম নির্বাচনের জন্য উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, পাউবোর কাবিটা প্রকল্প উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ.এন.ও) মো. শরীফ উদ্দীন।
কমিটির সদস্য সচিব ও পাউবোর হবিগঞ্জ এর উপসহকারী প্রকৌশলী আকরাম হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা কমিটির সদস্য পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) চম্পক দাম, কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী শাকিল আহমেদ, লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি মো. বাহার উদ্দিন, বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ।
সভায় সদস্য সচিব আকরাম হোসাইন বিগত বছরে খোয়াই নদীর লাখাই অংশের বাঁধের কাজের বিষয়ে বিশদ বিবরণ তুলে ধরে আলোচনা করেন এবং চলতি বছর এ প্রকল্পের স্কিম নির্বাচনে সদস্যদের মতামতের ভিত্তিতে কোন কোন স্থানে স্কীম নেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়। এছাড়া খোয়াই নদীর লাখাই অংশের বাদবাকি অংশ সরেজমিন পরিদর্শনপূর্বক স্কিম নেওয়ায় বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।