হবিগঞ্জের লাখাইয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পুরস্কার প্রাপ্তির সুবর্ণজয়ন্তী।
এ উপলক্ষে রবিবার (২৮ মে) সকাল ১০টায় উপজেলা প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক নিবেদন শেষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানার সভাপতিত্বে ও লাখাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম চন্দ্র রায় এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
আলোচনায় অংশ নেন, লাখাই থানার ওসি তদন্ত চম্পক দাম, কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, ভাদিকারা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকতার ফারুক, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, লাখাই প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি এম এ ওয়াহেদ।
সভায় আরো উপস্থিত ছিলেন, সমবায় কর্মকর্তা রূপালী পাল, ডাক্তার অপর্না দাস, লাখাই প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. হারিছ মিয়াসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রধান শিক্ষক আক্তার ফারুক ও গীতা পাঠ করেন গৌতম চন্দ্র রায়। পরে চিত্রাঙ্গন ও রচনা প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।