লাখাইয়ে পারিবারিক পুষ্টি বাগানের উপকরণ বিতরণ

লাখাইয়ে অনাবাদি পতিত জমি ও বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান পুনঃ স্থাপন প্রকল্পের আওতায় ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থ বছরে বাস্তবায়িত পারিবারিক পুষ্টি বাগান পুনঃ স্থাপনের জন্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা ৬ টি ইউনিয়ন এর ৯৯ টি পুষ্টি বাগানের প্রথম পর্যায়ের ৫০ টি বাগানের উপকরণ বিতরণ করা হয়েছে।

বাগানের উপকরণ হিসাবে বিভিন্ন ধরনের ফলের চারা, বীজ ও বেড়ার জন্য নেট, সাইনবোর্ড বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নাহিদা সুলতানা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্য, সাইফুল ইসলাম, মামুনুর রশীদ খান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জ্যোতি লাল গোপ, মোঃমুজিবুর রহমান, শরিফুল ইসলাম রানা।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন, বিগত বন্যায় ও প্রাকৃতিক কারণে পারিবারিক পুষ্টি বাগানের কিছু ক্ষতি সাধন হয়। এগুলো পুনঃ স্থাপনের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপকরণ বিতরণ শুরু করেছে। প্রথম পর্যায়ে ৫০ টি বাগানের উপকরণ বিতরণ করা হয়েছে। বাকী ৪৯ টি দ্বিতীয় পর্যায়ে বিতরণ করা হবে। মডেল পারিবারিক পুষ্টি বাগান বাস্তবায়নে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এক ইঞ্চি জমিও পতিত রাখা যাবেনা সে লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রকল্পের আওতায় কিছু পরিবারে প্রদর্শনী বাস্তবায়ন করে আসছে। কালিকাপুর মডেলে মাত্র ৫ টি বেডে এক শতাংশ জমিতে স্থাপিত এই বাগানের মাধ্যমে একটি পরিবারের সারা বছরের সব্জি উৎপাদন সম্ভব। নির্ভেজাল নিরাপদ সব্জি ও ফল একটি পরিবারের পুষ্টি চাহিদা মেটাতে ব্যাপক ভূমিকা পালন করবে।