লাখাইয়ে এসএসসি পরীক্ষায় পাশের হার ৮৩.২৩ শতাংশ

ফাইল ছবি

লাখাই উপজেলার ২টি কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নেয়া ১১টি বিদ্যালয়ে মোট ১০৭৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৮৮৬ জন। শতকরা পাশের হার ৮৩.২৩ শতাংশ।

প্রাপ্ত ফলাফল থেকে জানা যায়, বামৈ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০৭জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১৭৭ জন এবং জিপিএ -৫ পেয়েছে ৮ জন। পাশের হার শতকরা ৮৫.৫১। রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের ২০৭ জনের মধ্যে পাশ করেছে ১৪৯ জন। জিপিএ ৫ পেয়েছে ৪ জন। পাশের হার শতকরা ৭১.৯৮শতাংশ।

কালাউক উচ্চ বিদ্যালয়ের ১৫৭ জন অংশ নিয়ে পাশ করেছে ১৪৪ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৮ জন। পাশের হার ৯১.৭২শতাংশ। লাখাই এসি আরসি উচ্চ বিদ্যালয়ের ৯৯ জন অংশ নিয়ে পাশ করেছে ৮৮ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন।পাশের হার ৮৮.৮৯ শতাংশ।

বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৪০ জন। পাশের হার শতকরা ৫৪.৭৯ শতাংশ। ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের ২৮ জনে পাশ করেছে ২৬ জন। পাশের হার শতকরা ৯২.৮৬ শতাংশ। তেঘরিয়া এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয়ের ৩৬ জনে পাশ করেছে ২৮ জন। জিপিএ -৫ পেয়েছে ২ জন। পাশের হার শতকরা ৭৭.৭৮%। বেগুনাই মাদনা এস.ই.এস.ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ২৮ জনে পাশ করেছে ২৬ জন। পাশের হার শতকরা ৯২.৮৬ শতাংশ।

মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়ের ৬২ জনের মধ্যে পাশ করেছে ৫৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। পাশের হার শতকরা ৯১.৯৪ শতাংশ। মোড়াকরি উচ্চ বিদ্যালয়ে ১৪৯ জনের মধ্যে পাশ করেছে ১১৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৬ জন। পাশের হার শতকরা ৭৯.৮৭ শতাংশ। কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়ে ৩১ জনের মধ্যে পাশ করেছে ২৯ জন। জিপিএ -৫ পেয়েছে ৩ জন। পাশের হার শতকরা ৯৩.৫৫ শতাংশ।