হবিগঞ্জের লাখাইয়ে ‘লাখাই প্রেসক্লাব’র নেতৃবৃন্দের সঙ্গে ‘হবিগঞ্জ প্রেসক্লাব’র নেতৃবৃন্দের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার বুল্লা বাজারস্থ হাটবাজার ব্যবস্থা কমিটির কার্যালয়ে এই সভা সম্পন্ন হয়।
আগামী ২৯ ডিসেম্বর হবিগঞ্জ প্রেসক্লাবের ৫০বছর পূর্তি অনুষ্ঠান সফল করার লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।
লাখাই প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আলী নোয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় অংশনেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, ৭১ টিভির হবিগঞ্জে জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, লাখাই প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এম এ ওয়াহেদ, সহ-সভাপতি আব্দুল হান্নান, সহ-সভাপতি আশীষ দাশগুপ্ত, সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, সুশীল চন্দ্র দাস, প্রচার সম্পাদক কামরুল হাসান সুজন, যুগ্ম সম্পাদক আলী আহমেদ, সাংবাদিক পারভেজ হাসান প্রমুখ।আ
সভায় হবিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য হবিগঞ্জ প্রেসক্লাবের ৫০বছর পূর্তি অনুষ্ঠান সফল করাসহ সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। একইসঙ্গে হবিগঞ্জ জেলার সকল উপজেলার সংবাদকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।