আইপিএলে আবারও শূন্য রানে সাজঘরে ফিরে গেলেন ম্যাক্সওয়েল আর এই প্রিমিয়ার লীগে মোট ১৭টি ‘ডাক’ ইনিংস নিয়ে রেকর্ড গড়েছেন তিনি।
মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ব্যাট করতে নেমেছিলেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর গ্লেন ম্যাক্সওয়েল। শ্রেয়াস গোপালের অফ স্টাম্প লাইনে পিচ করা বলটির বাঁক বুঝতে ভুল করেন তিনি।
লেগ সাইডে ফ্লিক করতে গেলে বল সামান্য ভেতরে ঢুকে প্যাডে আঘাত করতে এলবিডব্লুর ফাঁদে পড়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ম্যাক্সওয়েল। তখন তার স্কোরকার্ডে ৪ বলে ০ রান।
এবারের আইপিএলে ম্যাক্সওয়েলের ৬ ইনিংসের মধ্যে এটি তৃতীয় শূন্য এবং আইপিএলে সর্বোচ্চ শুন্যের রেকর্ড।
এ রেকর্ড অবশ্য ম্যাক্সওয়েলের একার নয়। ১৭ শূন্য নিয়ে তার সাথে আছেন বেঙ্গালুরুর সতীর্থ দিনেশ কার্তিক ও মুম্বাইয়ের রোহিত শর্মা।
তবে তার রেকর্ড অনন্য অন্য কারণে। ১৭ ম্যাচে শূন্য রানে আউট হতে সবচেয়ে কম ম্যাচ লেগেছে তারই। ১২৬ ইনিংসেই ১৭ বার শূন্যের দেখা পেয়েছেন ম্যাক্সওয়েল।
অন্যদিকে ১৭ শূন্যধারী কার্তিকের ইনিংস সংখ্যা ঠিক ২২৬ আর রোহিতের মোট ইনিংস ২৪২টি।