লঙ্কান লিগে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন শরিফুল

ঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার জন্য আজ শনিবার (২৯ জুলাই) সকালের ফ্লাইটে বাংলাদেশ ছেড়েছেন টাইগার পেসার শরিফুল ইসলাম। দেশ ছাড়ার আগে দোয়া চেয়েছেন সকলের কাছে।

এবারের আসরে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলতে যাচ্ছেন শরিফুল। এর আগে, বুধবার জানানো হয়েছিল, লঙ্কান লিগে খেলার জন্য ছাড়পত্র পাচ্ছেন শরিফুল।

অবশ্য বাংলাদেশ থেকে সাকিব আল হাসান এবং মোহাম্মদ মিঠুনকে দলে টেনেছিল দুইবারের রানার-আপ গল টাইটান্স। ইতোমধ্যে শ্রীলঙ্কায় অবস্থান করেছেন মিঠুন। তবে ছাড়পত্র পাননি পেসার তাসকিন আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চায়, টি-টেন টুর্নামেন্ট শেষ করে বিশ্রামে থাকুক তাসকিন।

আগামী ৩০ জুলাই শুরু হয়ে ২০ আগস্ট পর্যন্ত চলবে এলপিএল এবারের আসর। জাতীয় দলের কোন খেলা না থাকায় এবারই চার বাংলাদেশিকে একত্রে বিদেশী ফ্র্যাঞ্চাইজ লিগে দেখা যাবে।

সিলেট ভয়েস/এএইচএম