টি-২০ বিশ্বকাপের চলমান আসরে যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লেন শ্রীলঙ্কার ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা। ২৯ বছরের এক নারীকে যৌন হেনস্তার অভিযোগে রবিবার (৬ নভেম্বর) অস্ট্রেলিয়ার সিডনির টিম হোটেল থেকে লঙ্কান এ তারকা ক্রিকেটারকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় নিউ সাউথ ওয়েসের পুলিশ বিবৃতিতে জানিয়েছে, ডেটিং অ্যাপের মাধ্যমে ওই নারীর সঙ্গে বেশ কয়েকদিন ধরে লঙ্কান ক্রিকেটারের আলাপ হয়। পরে তার সঙ্গে দেখা হয়। অভিযোগে বলা হয়েছে, গত বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় রোজ বে’র একটি আবাসনে তাকে যৌন হয়রানি করেন দানুশকা গুনাথিলাকা।
অস্ট্রেলিয়ার সংবাদপত্র ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর খবর অনুযায়ী, বিশ্বকাপ খেলতে এসে ২৯ বছরের ওই নারীর সঙ্গে পরিচয় গুনাথিলাকার। ডেটিং অ্যাপের মাধ্যমেই দু’জনের পরিচয় হয়। ওই নারী তার বিরুদ্ধে সিডনির থানায় ধর্ষণের অভিযোগ করেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সিডনি সিটি থানায় নিয়ে যাওয়া হয়। গুনাথিলাকার বিরুদ্ধে সম্মতি ছাড়া যৌন মিলনের অভিযোগ দায়ের করা হয়েছে। ধর্ষণসহ মোট চারটি অভিযোগ আনা হয়েছে তারকা ক্রিকেটারের বিরুদ্ধে।
গুনাথিলাকা হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে থেকে ছিটকে পড়েন। তবে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ায় দলের সঙ্গেই রয়ে গেছেন তিনি। ২০১৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে তিনি শ্রীলঙ্কার হয়ে ৮টি টেস্ট, ৪৭টি ওয়ানডে এবং ৪৬ টি-টোয়েন্টি খেলেছেন তিনি।