ফরাসি লিগে লেন্সের বিপক্ষে পিএসজির জয়ের রাতে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছুঁয়েছেন লিওনেল মেসি।
গত মৌসুম থেকে শুরু থেকে লেন্সের বিপক্ষে টানা তিন ম্যাচে জয়হীন ছিল প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। তবে শনিবার (১৫ এপ্রিল) রাতে ঘরের মাঠে লেন্সকে ৩-১ গোলে হারিয়ে সেই জয়খরা কাটায় প্যারিসিয়ানরা। এ জয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধারের দিকেও এক ধাপ এগিয়ে গেল পিএসজি।
পার্ক দেস প্রিন্সেসে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের লড়াই দারুণ প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছিল। তবে সেটির স্থায়িত্ব ছিল শুরুর ১৫ মিনিটই। ১৯ মিনিটে আশরাফ হাকিমিকে ফাউল করে মিডফিল্ডার আব্দুল সামেদ সরাসরি লাল কার্ড দেখে লেন্স দশ জনের দলে পরিণত হলে ম্যাচের মোড় ঘুরে যায়।
৩১ মিনিটে পিএসজিকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। প্রতিপক্ষ ডি-বক্সের সামনে তার দিকে বল বাড়ান মেসি। প্রথম স্পর্শে ভিতিনিয়ার কাছে বল পাঠান এমবাপ্পে। ফিরতি বলে ফরাসি ফরোয়ার্ডের নেওয়া শটে পোস্টের ভেতরের অংশ লেগে বল জালে আশ্রয় নেয়।
মিনিট ছয়েক পরই ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। লিওনেল মেসি ছোট করে নেওয়া কর্নারে বল দেন নুনো মেন্ডেসকে। স্বদেশি ফুলব্যাকের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে গোল করেন পর্তুগিজ মিডফিন্ডার ভিতিনহা।
৪০ মিনিটে স্কোরশিটে নাম লেখান মেসিও। প্রতিপক্ষের এক খেলোয়াড়কে কাটিয়ে ডি-বক্সে ঢুকে এমবাপ্পের দিকে বল বাড়ান মেসি। দারুণ এক ফ্লিকে আর্জেন্টাইন ফরোয়ার্ডের দিকে বল ফেরত দেন এমবাপ্পে। আড়াআড়ি শটে বল জালে জড়িয়ে ব্যবধান বাড়ান মেসি। এর মাধ্যমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছুঁয়েছেন মেসি। বর্তমানে দুজনের গোলসংখ্যা ৪৯৫।
প্রথমার্ধেই মিনিট দশের ব্যবধানে ৩-০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচ একরকম পকেটে পুরে ফেলে পিএসজি। ৬০ মিনিটে লেন্স একটি গোল শোধ করলেও সেটি কেবলই হারের ব্যবধান কমাতে পেরেছে। পিএসজির ডি-বক্সে মিডফিল্ডার ফাবিয়ান রুইসের হাতে বল লাগলে লেন্সের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করতে শেমেসোয়াফ ফ্রাঙ্কোভস্কির কোনো ভুল হয়নি।
ম্যাচের বাকি সময়ে দুই দলের সামনেই গোলের একাধিক সুযোগ এলেও কেউই তা কাজে লাগাতে পারেননি। ফলে ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ক্রিস্টোফ গাঁলতিয়েরের শিষ্যরা।
এ জয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে চলে গেল পিএসজি। ৩১ ম্যাচ শেষে প্যারিসিয়ানদের সংগ্রহ ৭২ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে লেন্স।