গত বছরের (২০২১) তুলনায় চলতি বছর (২০২২) বাংলাদেশের রেমিট্যান্স বা প্রবাসী আয় ১ বিলিয়ন ডলার কমতে পারে বলে প্রাক্কলন করেছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) এ তথ্য বলা হয়েছে।
যদিও করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরও বিশ্বব্যাপী রেমিট্যান্স ২০২২ সালে ৪.৯ শতাংশ বৃদ্ধি পাবে বলে ধারণা করছে বিশ্বব্যাংক। ২০২১ সালে রেমিট্যান্স বৃদ্ধির হার ছিল ১০.২ শতাংশ।
গত বছর বাংলাদেশের রেমিট্যান্স বা প্রবাসী আয় ছিল ২২ বিলিয়ন ডলার, যা চলতি বছর ২১ বিলিয়ন ডলারে নেমে আসতে পারে।
বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে, শীর্ষ ৮ প্রবাসী আয়ের দেশের মধ্যে বাংলাদেশ সপ্তম স্থানে থাকবে। গত বছরও বাংলাদেশ একই অবস্থানে ছিল।
প্রতিবেদন অনুসারে, এ বছর প্রথম অবস্থানে থাকবে ভারত। দেশটিতে ১০০ বিলিয়ন ডলার প্রবাসী আয় আসবে। এরপর থাকবে মেক্সিকো (৬০ বিলিয়ন ডলার), চীন (৫১ ডলার), ফিলিপাইন (৩৮ বিলিয়ন ডলার), মিশর (৩২ বিলিয়ন ডলার), পাকিস্তান (২৯ বিলিয়ন ডলার), বাংলাদেশ (২১ বিলিয়ন ডলার), নাইজেরিয়া (২১ বিলিয়ন ডলার)।