নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি নির্মাণাধীন বাড়ির মেঝে খুঁড়ার সময় ৯৮টি ‘রৌপ্য মুদ্রা’ পাওয়া গেছে।
সোমবার সকালে উপজেলার তারাবো পৌরসভা এলাকার গন্ধর্বপুর গ্রামে আজাদ মিয়ার বাড়িতে মাটি কাটার সময় শ্রমিকরা মুদ্রাগুলো পান। খবর পেয়ে পুলিশ মুদ্রাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গন্ধর্বপুর গ্রামের বাসিন্দা তালাত মাহমুদ নয়ন জানান, তারা মিয়ার ছেলে আজাদ মিয়া তার উঠানে নতুন পাকা বাড়ি নির্মাণের জন্য মাটি কাটার শ্রমিক দিয়ে কাজ করাচ্ছিলেন। এ সময় মাটি থেকে এক ফুট গভীরে কোদাল দিয়ে কোপ দিলে একটি পুরাতন মাটির পাত্র ফেটে যায়। পরে শ্রমিকরা ওই মাটির পাত্রে পুরাতন মুদ্রা দেখতে পান। পরে বাড়ির মালিক ও এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ এসে মুদ্রাগুলো নিয়ে যায়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার এএসআই আব্দুল করিম মিয়া বলেন, মাটি খুঁড়ে ৯৮টি মুদ্রা পেয়েছেন শ্রমিকরা। এসব মুদ্রার মধ্যে ১৯০৬ এবং ১৯১৩ সালের ইন্ডিয়ান রুপি রয়েছে। এগুলোকে রৌপ্য মুদ্রা বলে ধারণা করা হচ্ছে।