বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানচিসহ আশেপাশের এলাকাগুলোতে পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করেছে প্রশাসন। এ লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকেও নির্দেশনা দেয়া হয়েছে।
জেলায় যৌথবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান চলমান রয়েছে বিধায় পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় নিয়ে এ নির্দেশনা দেয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন।
তবে এসময় অন্য এলাকাগুলোতে পর্যটকদের ভ্রমণে কোনো বাঁধা নেই বলেও জানিয়েছেন তিনি।
এছাড়া এই এলাকার হোটেল মালিকদেরও পর্যটক বা ভ্রমণকারীদের রুম ভাড়া এবং স্থানীয় পর্যটকবাহী গাড়ি চালকদের অত্র এলাকায় পর্যটক পরিবহন না করারও নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন।
সম্প্রতি কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সশস্ত্র সন্ত্রাসীরা বান্দরবানে তিনটি ব্যাংক লুট করে, থানায় হামলা চালায় এবং একটি ব্যাংকের ম্যানেজারকেও অপহরণ করে। এ ঘটনায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে এখন পর্যন্ত ৬১জনকে আটক করেছে।