বহুল আলোচিত ইসলামিক বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীর আগমনে পুলিশের বাধাকে কেন্দ্র করে পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে।
পুলিশের কাজে বাধা প্রদান, হামলা ও ভাংচুরের অভিযোগে দায়ের করা এ মামলায় ১২ জনের নাম উল্লেখসহ আরো ৬/৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দীন।
এদিকে এ মামলায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে । তাদের মধ্যে ঘটনার রাতে তিনজনকে ও পরে দিনে আরো দুইজনকে জড়িত সন্দেহে আটক করা হয়েছিল।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের মাহারাম টিলা গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে মো. মোজাম্মেল হক, খাসতাল গ্রামের তাবারক আলীর ছেলে রায়হান আহমেদ, পৈলনপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে বশির আহমেদ ও নাসির মিয়া এবং বাদাঘাট বাজারের আবুল বাশারের ছেলে মোশারফ হোসেন।
আরও পড়ুন > তাহিরপুরে পুলিশ ক্যাম্পে বিক্ষুব্ধ জনতার ভাংচুর, ২৭ রাউন্ড ফাঁকা গুলি
প্রসঙ্গত, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে সোমবার রাতে বহুল আলোচিত ইসলামিক বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীর আগমনে পুলিশের বাধা ও ওয়াজ করতে না দেওয়ায় বিক্ষুব্ধ হয়ে ওঠে মাহফিলে আগত লোকজন। একপর্যায়ে বিক্ষুদ্ধ জনতার একটি অংশ স্থানীয় বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা ও ভাংচুর করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এসময় অন্তত ২৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।