রথযাত্রা উপলক্ষে সিলেটে ৯ দিনের কর্মসূচি

শ্রীশ্রী জগন্নাথ দেব, বলদেব ও শুভদ্রা মহারাণীর রথযাত্রা উৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইস্কন যুগলটিলা সিলেট এর উদ্যোগে ৯ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানসূচির মধ্যে গত ১৪ জুন পালন করা হয়েছে জগন্নাথদেবের স্নানযাত্রা এবং বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ১০টায় গুণ্ডিচা মন্দির মার্জন করা হয়।

আগামী ১ জুলাই শুক্রবার দুপুর ১২টায় আলোচনা সভা (সভাপতিত্ব করবেন শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ), দুপুর সাড়ে ১২টায় মহা-ভোগরাগ, বেলা ২টায় মহাপ্রসাদ বিতরণ ও বেলা ৩টায় শ্রীশ্রী জগন্নাথদেবের বর্ণাঢ্য রথযাত্রা যুগলটিলা মন্দির থেকে শুরু হয়ে সিলেট নগরী প্রদক্ষিণ করবে। সন্ধ্যা ৭টায় গৌরসুন্দরের আরতি ও সন্ধ্যা সাড়ে ৭টায় ভজন সংগীতানুষ্ঠান (পরিবেশনায় ভক্তিবেদান্ত ক্লাসিক্যাল মিউজিক অ্যাকাডেমি, পরিচালনায় শ্রী মহাসংকীর্ত্তন দাস ব্রহ্মচারী)।

২ জুলাই শনিবার সকাল ১১টায় সেমিনার (বিষয় জড়বিদ্যা আধ্যাত্মিকতায় সহায়ক, পরিবেশনায় ভক্তিবেদান্ত গীতা অ্যাকাডেমি ঢাকার পরিচালক শ্রীপাদ পতিত উদ্ধারণ দাস ব্রহ্মচারী), দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন (পরিবেশনায় শ্রীপাদ পতিত উদ্ধারণ দাস ব্রহ্মচারী), সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, রাত ৮টায় শ্রীশ্রী জগন্নাথ দেবের মহিমা কীর্ত্তন (পরিবেশনায় শ্রীপাদ পতিত উদ্ধারণ দাস ব্রহ্মচারী) ও রাত ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান (পরিবেশনায় ভক্তি বেদান্ত ইন্টারন্যাশনাল স্কুল)।

৩ জুলাই রোববার বেলা ১টায় শ্রীশ্রী জগন্নাথ দেবের মহিমা কীর্ত্তন (পরিবেশনায় শ্রীপাদ পতিত উদ্ধারণ দাস ব্রহ্মচারী), সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, রাত ৮টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন (পরিবেশনায় শ্রীপাদ পতিত উদ্ধারণ দাস ব্রহ্মচারী) ও রাত ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান (পরিবেশনায় ভক্তিবেদান্ত গীতা অ্যাকাডেমি, ইস্কন, সিলেট)।

৪ জুলাই সোমবার বেলা ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন (পরিবেশনায় পুণ্ডরীক ধাম ইস্কনের অধ্যক্ষ শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী), বিকেল ৫টায় শ্রীল প্রভুপাদের শিক্ষা (পরিবেশনায় ভক্তিবৃক্ষ প্রচার বিভাগের ভক্তবৃন্দ), সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌর সুন্দরের আরতি, সন্ধ্যা সাড়ে ৭টায় সেমিনার (বিষয় আদর্শ গৃহস্থ জীবন, পরিবেশনায় শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী), রাত সাড়ে ৮টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমাকীর্ত্তন (পরিবেশনায় শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী) এবং রাত ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কীর্ত্তন মেলা (পরিবেশনায় ভক্তিবৃক্ষ প্রচার বিভাগ, ইস্কন, সিলেট)।

৫ জুলাই মঙ্গলবার (হেরা পঞ্চমী) বেলা ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন (পরিবেশনায় চট্টগ্রাম ইসকন মন্দিরের নামহট্ট বিভাগের পরিচালক শ্রীপাদ স্বতন্ত্র গৌরদাস ব্রহ্মচারী), বিকেল ৪টায় ভজন ও কীর্ত্তন মেলা (পরিচালনায় শ্রী মহামন্ত্র বিষ্ণুনাম দাস ব্রহ্মচারী), বিকেল ৫টায় গৃহস্থ জীবনে কৃষ্ণভাবনামৃতের শিক্ষা (পরিবেশনায় ইসকন সিলেটের সাবেক সাধারণ সম্পাদক শ্রীপাদ বলদেব কৃপা দাস অধিকারী), সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌর সুন্দরের আরতি, সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন (পরিবেশনায় ইসকন যুগলটিলা সিলেটের সাধারণ সম্পাদক শ্রীপাদ ভাগবত করুণা দাস ব্রহ্মচারী), রাত ৮টায় নামহট্ট বিনোদন আনন্দধারা (সঞ্চালনায় সহকারী অধ্যাপক শ্রীমতি ডা. সত্যসুন্দরী ললিতা দেবী দাসী) ও রাত ৯টায় বৈদিক নাটক (পরিবেশনায় বিভাগীয় নামহট্ট, ইস্কন, সিলেট)।

৬ জুলাই বুধবার বেলা ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন (পরিবেশনায় ইসকন বাংলাদেশের যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রীপাদ জগদগুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী), বিকেল ৪টায় সেমিনার (পরিবেশায় শ্রীপাদ জগদগুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী), সন্ধ্যা ৭টায় গৌর সুন্দরের আরতি, রাত ৮টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন (পরিবেশনায় শ্রীপাদ জগদগুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, রাত ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈদিক নাটক (পরিবেশনায় ইসকন ইয়ুথ ফোরাম, সিলেট)।

৭ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভক্তিবেদান্ত মেগা কন্টেস্ট-২২, সন্ধ্যা ৬টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান, সন্ধ্যা ৭টায় গৌর সুন্দরের আরতি, সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন (পরিবেশনায় ইসকন সিলেটের সাবেক সাধারণ সম্পাদক শ্রীপাদ বলদেব কৃপা দাস ব্রহ্মচারী, রাত ৮টায় ম্যাগাজিন অনুষ্ঠান (পরিবেশনায় জাগ্রত ছাত্র সমাজ)।

৮ জুলাই শুক্রবার দুপুর ১২টায় আলোচনা সভা (সভাপতিত্ব করবেন শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ), বেলা ২টায় মহাপ্রসাদ বিতরণ, বিকেল ৩টায় শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা যুগলটিলা মন্দির থেকে শুরু হবে, রাত ৮টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন (পরিবেশনায় শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ), রাত ৯টায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইসকন আনন্দধারা’ (পরিবেশনায় ইসকন, সিলেট)।

শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও শুভদ্রা মহারাণীর রথযাত্রা উৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন যুগলটিলা সিলেট এর উদ্যোগে ৯ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার জন্য আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন যুগলটিলা সিলেট এর অধ্যক্ষ ও ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।