যোগাযোগ ব্যবস্থাপনায় সর্বাধিক গুরুত্ব দিচ্ছে সিসিক : আরিফ

সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটকে একটি আধুনিক স্মার্ট নগর হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন যোগাযোগ ব্যবস্থাপনার উপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে নগরের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে জোর দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় নগরের প্রধান সড়কের পাশাপাশি পাড়া-গলির সড়ক সমূহও আধুনিকায়ন করা হচ্ছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি ২০২৩) সিলেট নগরের ৭ নম্বর ওয়ার্ডের ৩টি সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সিসিক মেয়র বলেন, নগরবাসির জন্য নিরাপদ সড়ক যোগাযোগ নিশ্চিত করতেই সড়কের পাশাপাশি ড্রেন উন্নয়নের কাজও করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে চলমান উন্নয়ন প্রকল্প সময়হের কাজ শেষ করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন সিসিক মেয়র।

এসময় তিনি গৌছ উদ্দিন স্কুল সড়ক, আব্বাসিয়া মসজিদ সড়ক ও পীর মহল্লা সড়ক প্রশস্তকরণ, আরসিসিকরণ ও ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন।

প্রকল্পগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিক কাউন্সিলর আফতাব হোসেন খান ও ৭ নম্বর ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ।