যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের সাথে যুব সংগঠনের নেতৃবৃন্দের মতবিমিয়

সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক গোলাম মোহাম্মদ ফারুক যোগদান করা উপলক্ষে সিলেটের যুব সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসে মতবিনিময় অনুষ্ঠানে সিলেট মানব সম্পদ উন্নয়ন এর পরিচালক ফখরুজ্জামান, সদর উপজেলা কর্মকর্তা আব্দুল আহাদ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ যুব সংগঠক আশফাক উদ্দিন আহমদ, যুব সংগঠক ধ্রুবতারা সাধারণ সম্পাদক বিট্টু দাস বিশু, দেশ যুব গঠনের সভাপতি কামাল আহমদ, বাংলাদেশ যুব ফেডারেশন এর সভাপতি ইশা তালুকদার, হিজড়া যুব কল্যাণ সংস্থার সভাপতি সুপ্তা বেগম, নারী নেত্রী ও চা- শ্রমিক যুব সমিতির সম্পাদিকা রঙ্গিলা চুন্নি, উয়া সংঘের সহ-সভাপতি সিমা রানী দাস, অফিসের উচ্চমান সহকারি কাম কম্পিউটার মনিরুজ্জামান, মৎস্য ইন্সট্রাক্টর মোস্তাফিজুর রহমান, নাদিয়া আক্তার ও রবিন সহ অন্যান্য উদ্যোক্ত আত্মকর্মীগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে উপপরিচালক গোলাম মোহাম্মদ ফারুককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুব সংগঠনের নেতৃবৃন্দ।