সিলেট জেলা বাস-ট্রাক মালিক সমিতির সঙ্গে মতবিনিময় সভার সিদ্ধান্ত মোতাবেক জনদুর্ভোগ ও যানজট নিরসনে অবৈধ পার্কিং করা গাড়ি বিশেষ করে ট্রাক, পিকআপ ভ্যান ও ফুচকার দোকান সরানোর জন্য জেলা প্রশাসনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ রোববার (৫ মার্চ) সিলেট সার্কিট হাউজ, কিন ব্রিজ ও সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এসময় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির, সিলেট সিটি কর্পোরেশনের একটি টিম ও সিলেট মেট্রোপলিটন পুলিশের মোবাইল টিম সঙ্গে ছিল।
এসময় অবৈধভাবে পার্ক করা গাড়ি ও অস্থায়ী দোকান সরানোর জন্য সতর্ক করা হয় এবং সার্কিট হাউজ ও কিন ব্রিজ এলাকায় পার্ক করা গাড়িগুলোকে সরিয়ে দেওয়া হয়।
সভার সিদ্ধান্ত মোতাবেক আগামীকাল সোমবার (৬ মার্চ) থেকে ব্যাপক আকারে নগরীর প্রধান সড়কগুলোতে অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।