মৌলভীবাজারে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ

সেচ্ছাসেবী সংগঠন ইউএসওএস এবং পশ্চিম দুঘর প্রবাসীদের ব্যাবস্থাপনায় রবিবার ২য় বারের মতো বন্যাদুর্গত মৌলভীবাজারের রাজনগর উপজেলার কোনাগাও, কাশপ্রমনগর ও কামগাছ এলাকায় ২ হাজার প্যাক রান্না করা খবার বিতরণ করা হয়।খাবারের সাথে ছিলো ২ হাজার বোতল বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, বিস্কুট, মোমবাতি, দিয়াশলাই, কয়েল এবং জরুরি ঔষধ।

এসময় উপস্থিত ছিলেন ইউএসওএস মৌলভীবাজার টিমের টিম লিডার শাহ মোঃ কামরান উদ্দিন আকরাম, সাওন আহমেদ, শাহ মোঃ রায়হান আহমেদ, মোঃ মিজানুর রহমান, শাহ মোঃ ইকরাম, নাদের আহমদ, মোঃ আব্দুল কাইয়ুম, মোঃ রাসেল আহমেদ, মোঃ সাহান আহমেদ, মোঃ রুকন আহমেদ, মোঃ নাইম আহমেদ, মিজানুর রহমান তালুকদার, সাজু আহমদ।

এছাড়া পশ্চিম দুঘরের পক্ষে উপস্থিত ছিলেন, মোঃ জহির শাহ, শাহ মোঃ জাহাঙ্গির, শাহ মোঃ জুয়েল, সাইদুল ইসলাম, সাইফুল আলম প্রমুখ।

উল্লেখ্য, ইউএসওএস আকষ্মিক এই বন্যায় শুরু থেকেই বিভিন্ন এলাকায় সেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে। পরবর্তীতেও ত্রাণ কার্যক্রম অব্যাহৃত রাখার ঘোষণা দেন সংগঠনটির সদস্যরা। ত্রাণ কার্যক্রমের ১ম পর্বে রাজনগরের ৪০০ বন্যার্ত মানুষের মাঝে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

বিজ্ঞপ্তি-