মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটি ও মৌলভীবাজার রানার্স ক্লাবের আয়োজনে এবং মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বেঙ্গল কনভেনশন হল মৌলভীবাজার হাফ ম্যারাথন ২০২২।
আগামী শুক্রবার (১৮ নভেম্বর) ভোর ৬টায় অনুষ্ঠিত এবারের আসরে দেশ-বিদেশের প্রায় ৬০০ প্রতিযোগী অংশগ্রহণের উদ্দেশে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
ম্যারাথন মৌলভীবাজার শহরের বেঙ্গল কনভেনশন হলের সামনে থেকে শুরু হয়ে বেরির পাড় পয়েন্ট থেকে শাহ্ মোস্তফা সড়ক হয়ে প্রেসক্লাব মোড় থেকে কোর্ট রোড হয়ে সরকারি কলেজের পাশ দিয়ে সোনাপুর, ইকো পার্কের সামনে দিয়ে কালেঙ্গা, দেওরাছড়া চা-বাগান ও প্রেমনগর চা-বাগান থেকে ইউটার্ন নিয়ে শহীদ মুকিত রোড দিয়ে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে এসে শেষ হবে।
আয়োজকরা জানান, ম্যারাথনের এই বৃহৎ আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের অন্যতম পর্যটন ও প্রবাসী অধ্যুষিত চায়ের দেশ খ্যাত মৌলভীবাজার জেলাকে বিশ্বব্যাপী তুলে ধরা।