মে দিবসে জগন্নাথপুরে র‍্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুরে ‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতির বাস্তবায়ন অপরিহার্য’ এই স্লোগানে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এই আয়োজন করে।

শ্রমিকদের অংশগ্রহণে বুধবার (০১ মে) সকাল ১১ টায় জগন্নাথপুর পৌর শহরে র‍্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। র‍্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পয়েন্টে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও বিভিন্ন দাবীতে শ্রমিক সমাবেশে এসে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জগন্নাথপুর উপজেলার সভাপতি দিলোয়ার হোসেন। সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির খালেদের সঞ্চালনায় শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলার সভাপতি মো. শাহ আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা লুৎফুর রহমান, মাওলানা দরছ উদ্দিন, মাওলানা আফজল হোসাইন, আব্দুল কাইয়ুম, লুৎফুর রহমান, আবুল হোসাইন ওয়ালিউল্লাহ, রিয়াজ উদ্দিন রাজু, ডা. সোহেল আমিন প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে রেজাউর করিম রিপন, শিশির আহমদ, আবু তাহের, শাহীনুর রহমান সহ বিভিন্ন পেশার শ্রমিকগণ উপস্থিত ছিলেন।