পাথরের জবানবন্দি
মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী
কংক্রিট দীক্ষা নেয় পাথরের কাছে
কিভাবে রুদ্ধ করে দেওয়া যায় রেললাইনের
সমবেত লোহাচাপা
চার দশক বয়সী পাথর
বেদনায় মুচকি হেসে বলে
ওরে কংক্রিট!
সহোদর আমার
আর্তনাদে পোড়া নদী, দীর্ঘশ্বাসের পাহাড়
অথবা দেখেছো কি তুমি
হলুদ-রাঙা ছাউনির আন্তঃনগর জংশন?
সবখানেই তো নিজেকে ভাঙাই
আদি-অন্ত্যের
দুঃখ ঘুচাবো বলে!
উত্তরের মেঘালয় পাহাড়ে বোমাঘাতে
ভেঙে হই; ছাতকের পোর্টল্যান্ড সিমেন্ট
সুরমা তীরে চুল্লির উনুনে পোড়ালে হই চুনা
ভোলাগঞ্জে উজানি নদীর জলে
ধুয়ে গেলে হই
বিলাসী শাদা পাথর
ক্রাশার মেশিন ভাঙলে হই পিচঢালা পথ
বহুতল দালানকোঠা;
আরও কত
বাউলের গান বাঁধা মরমী ঘাট!
জন্ম থেকে ভাঙতে ভাঙতে
পেয়েছি
ভাঙনবিলাসী আয়ূ
ভেঙে ভেঙেই তো গড়ছি স্বপ্ন রোজকার
ভাঙনের যাঁতাকলে থেকেও
পৃথিবীর সবুজ
উপত্যকায়; রুয়ে যাই একেকটা শিল্পগাছ…।