বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

মুক্ত গণমাধ্যম সূচকে আরো দুইধাপ পিছিয়েছে বাংলাদেশ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রিপোর্টার্স উইদাউট বর্ডারস প্রকাশিত বিশ্ব প্রেস ফ্রিডম ইনডেক্স বা মুক্ত গণমাধ্যম সূচকে আরো দুইধাপ পিছিয়েছে বাংলাদেশ।

তালিকায় ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১৬৫ তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবলমাত্র আফগানিস্তানের উপরে রয়েছে বাংলাদেশ।

গতবছর র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৬৩তম। তখন ১০০ পয়েন্টের মধ্যে বাংলাদেশের স্কোর ছিল ৩৫.৩১। এ বছর স্কোর কমে দাড়িয়েছে ২৭.৬৪।

২০২২ সালে ৩৬.৬৩ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৬২তে। তার আগের বছর ৫০.২৯ স্কোর নিয়ে ১৫২তে অবস্থান করছিলো বাংলাদেশ। অর্থাৎ ২০২১ সালের পর ১৩ ধাপ নেমেছে বাংলাদেশ।

দক্ষিণ এশিয়ায় এখন নেপাল সবচেয়ে এগিয়ে। ৬০.৫২ পয়েন্ট নিয় প্রেস ফ্রিডম ইনডেক্সে নেপালের অবস্থান ৭৪ তম আর ৫২.৩৬ স্কোর নিয়ে ১০৬তম মালদ্বীপ।

এদিকে ভূটান ৩৭.২৯ স্কোর নিয়ে পিছিয়ে গিয়ে ১৪৭ তম অবস্থানে আছে যা এই অঞ্চলে তৃতীয়। ৩৫.২১ স্কোর নিয়ে ১৫০ তম অবস্থানে থাকা শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ায় চতুর্থ স্থানে রয়েছে।

এছাড়া পাকিস্তান ১৫২ তম এবং ভারত ১৬১ তম অবস্থানে আছে যা এই অঞ্চলের পঞ্চম ও ষষ্ঠ অবস্থান। এদিকে আফগানিস্তান ২৬ ধাপ পিছিয় ১৯.০৯ স্কোর নিয়ে ১৭৮তম অবস্থানে নেমে এসেছে।

স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়ে ৯১.৮৯ স্কোর নিয়ে বৈশ্বিক সূচকে শীর্ষস্থানে রয়েছে। ধারাবাহিকতায় তারপরে যথাক্রমে রয়েছে ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, এস্তোনিয়া, পর্তুগাল, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড এবং জার্মানি।