হবিগঞ্জের মাধবপুরে চাঞ্চল্যকর কলেজ ছাত্র আতিকুল ইসলাম মিশু হত্যাকাণ্ডের প্রধান আসামি শিমুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ নভেম্বর) শিমুলকে হবিগঞ্জ বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গত ৩ নভেম্বর রাতে মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তারপুর গ্রামের দুবাই প্রবাসি শামসুল হকের ছেলে কলেজছাত্র আতিকুল ইসলাম মিশু ও তার কয়েকজন বন্ধু মিলে ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল ও কলেজ মাঠে ওয়াজ শুনতে যায়। রাতে ওয়াজ শেষে বাড়ি ফেরার পথে ছাতিয়াইন বাজারের কাছে রাস্তায় পৌছালে দুস্কৃতিকারীরা ধারালো অস্ত্র দিয়ে আতিকুল ইসলাম মিশুকে আঘাত করলে সে মারা যায়।
এ ঘটনায় গত ৬ নভেম্বর নিহতের মা তাছলিমা খাতুন বাদি হয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মাধবপুর থানার একটি টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানা পুলিশের সহযোগীতায় বানিয়াচং থানার দক্ষিন সাংগর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি মাধবপুর উপজেলার হরিতলা গ্রামের সফিক মিয়ার ছেলে শিমুল মিয়াকে গ্রেপ্তার করে। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।