মাধবপুরে বৃদ্ধের বাড়িঘর দখলের চেষ্টা, দোকানে হামলা

হবিগঞ্জের মাধবপুরে এক বৃদ্ধের বাড়িঘর দখল করার চেষ্টা করছে একদল লোক। এমনকি ওই লোকজন বৃদ্ধের জীবিকা নির্বাহের অবলম্বন দোকানে হামলা করে সাটার ভেঙ্গে ফেলেছে। এ ঘটনায় ভিকটিম বৃদ্ধ মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাতপাড়া গ্রামের ফরিদ মিয়ার বাড়িঘর ও জমি দখল করার চেষ্টা করছে একই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. শাহ আলম, আবুল কাশেম মিয়ার ছেলে মো. ইউনুছ মিয়াসহ বেশ কয়েকজন।

গত ১০ অক্টোবর শাহ আলম ও তার লোকজন বৃদ্ধ ফরিদ মিয়ার বাড়িতে প্রবেশ করে ফরিদ মিয়াকে মারতে চেষ্টা করে। এ সময় ফরিদ মিয়ার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসলে শাহ আলম ও তার লোকজন চলে যায়। পরদিন ১১ অক্টোবর রাতে শাহ আলম ও তার লোকজন বৃদ্ধ ফরিদ মিয়ার দোকানের সাটারে আঘাতের পর আঘাত করে ভেঙ্গে ফেলে।

এদিকে ঘটনার পর থেকে আতংকে দিন কাটাচ্ছেন বৃদ্ধ ফরিদ মিয়া।

ফরিদ মিয়া জানান, তার ঘরে তিনি একা বসবাস করেন। তিনি নিজেই রান্না বান্না করেন। ঘরের এক কোনে তিনি দোকান দিয়েছেন। দোকানের পণ্য বিক্রি করে তিনি যে টাকা আয় করেন সেটা দিয়েই তার পেট চলে। প্রতিপক্ষের লোকজনদের কারণে তিনি আতঙ্কে দিন কাটাচ্ছেন।

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম অভিযোগের স্বীকার করে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান।