ধর্মীয় উপাসনালয়ের মধ্যে ৩৬টি মসজিদ-মন্দিরের উন্নয়নের জন্য ১ কোটি ২৫ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের এমপি মোকাব্বির খান।
২০২২-২০২৩ অর্থ বছরে সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (GSIDP) এর আওতায় তিনি এই অর্থ টাকা বরাদ্দ দেন।
উন্নয়নপ্রাপ্ত প্রকল্পের প্রস্তাবিত তালিকাগুলো হচ্ছে, বিশ্বনাথ উপজেলার পাঠানচক জামে মসজিদ, মাহতাবপুর জামে মসজিদ, সোনাপুর জামে মসজিদ, শ্রী শ্রী মদনমোহন জিউর আখড়া মন্দির, মাওনপুর প্রতাপপুর জামে মসজিদ, তবলপুর জামে মসজিদ, ছোটখুরমা দক্ষিণ জামে মসজিদ, টেংরা আলী পাড়া জামে মসজিদ, পুরাতন হাবড়া বাজার ছত্তিশ উত্তর পাড় জামে মসজিদ, চরচন্ডি জামে মসজিদ, রাজনগর মোললার গাঁও জামে মসজিদ, পূর্ব কারিকোনা জামে মসজিদ ও ঈদগাহ, নতুন সৎপুর জামে মসজিদ, আহমদগঞ্জ জামে মসজিদ, শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় মন্দির ও জমসেরপুর জামে মসজিদ।
ওসমানীনগর উপজেলার প্রস্তাবকৃত বরাদ্দপ্রাপ্ত মসজিদ-মন্দিরগুলো হচ্ছে, বায়তুন নাজাত জামে মসজিদ, বৈরাগীগাঁও মানিকপুর জামে মসজিদ, মাটিহানী শাহজালাল জামে মসজিদ, আব্দুল্লাহপুর পূর্বপাড়া জামে মসজিদ, উত্তর কালনীরচর বায়তুল আমান জামে মসজিদ, সাদিপুর গ্রামের বটেরতল মন্দির, মঙ্গলপুর জামে মসজিদ, বল্লভপুর পশ্চিম পাড়া জামে মসজিদ, পশ্চিমগাঁও জামে মসজিদ, কামারগাঁও জামে মসজিদ, মুক্তারপুর কবরস্থানের বাউন্ডারি ওয়াল নির্মাণ, পূর্ব সিরাজ নগর (একাঘারি) জামে মসজিদ, পশ্চিম তিলাপাড়া শাহী জামে মসজিদ, মনতৈল জামে মসজিদ, নিজ করনসী উত্তর পাড়া জামে মসজিদ, তাজপুর পূর্বপাড়া গ্রাম তাজপুর জামে মসজিদ, রবিদাশ রামকৃষ্ণ কালী মন্দির, পারকুল মাদ্রাসা জামে মসজিদ, দয়ামীর জামে মসজিদের উন্নয়ন, নিজকুরুয়া মির্দারচক মসজিদ ও গায়েবী মসজিদ।
বরাদ্দের সত্যতা নিশ্চিত করে এমপি মোকাব্বির খান বলেন, ‘দুই উপজেলার ৩৬টি মসজিদ-মন্দিরের জন্য ১ কোটি ২৫ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি। আমার নির্বাচনী এলাকার উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’