সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের অভিযানে ২৪ বস্তা ভারতীয় চিনি ও ২টি ইঞ্জিন চালিত নৌকাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় মধ্যনগর থানাধীন বাঙ্গালভিটা এলাকার ছড়ার মুখ সংলগ্ন বাঁধে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় চিনি চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার মন্দিয়াতা গ্রামের সাইকুল ইসলামের ছেলে কুতুব উদ্দিন (২৮), মোহাম্মদ আলী (৩৮), মৃত সোনা মিয়ার ছেলে ইসলাম নুর (৫৩), বিনোদপুর গ্রামের মোবারক আলীর ছেলে সম্রাট (২৪) এবং মুদরাই গ্রামের মন্টু বর্মনের ছেলে সুরঞ্জন বর্মন (২৫)-কে গ্রেফতার করা হয়।
এসময় গ্রেফতারকৃত আসামিদের হেফাজতে থাকা ২টি ইঞ্জিন চালিত কাঠের তৈরি নৌকায় তল্লাশি করে ২৪ বস্তা ভারতীয় চিনি ও চিনি পরিবহনে ব্যবহৃত নৌকা দু’টি জব্দ করা হয়। জব্দকৃত ২৪ বস্তা (১২০০ কেজি) ভারতীয় চিনির আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৮ হাজার টাকা।
এব্যাপারে মধ্যনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।