ভোটে বাগড়া দিতে পারে বৃষ্টি!

প্রতীকি ছবি

রাত পোহালেই সিলেট সিটি করপোরেশন নির্বাচন। প্রার্থীদের সবাই প্রচারণা শেষ করেছেন কালই। আজ সবাই ভোটের শেষ মূহুর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। তবে বৈরি এ আবহাওয়ায় সবারই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি।

গত এক সপ্তাহ ধরেই সিলেটে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এতে নিয়মিত প্রস্তুতিতে ব্যঘাত ঘটেছে প্রার্থীদের। যেনোতেনো করে প্রচারণা শেষ করতে পারলেও নির্ভার হতে পারছেন না। ভোটের দিন অতিরিক্ত বৃষ্টি হলে ভোটার উপস্থিতি কম হবার সম্ভাবনা রয়েছে। আর এতেই প্রার্থীদের কপালে চিন্তার ভাঁজ।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ মঙ্গলবার (২০ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রামের পাশাপাশি সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের কথা রয়েছে। আর রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সিলেট বিভাগের অনেক জায়গায় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

বৃষ্টিপাত অব্যাহত থাকলে তা ভোটার উপস্থিতিতে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদির। মঙ্গলবার সকালে নির্বাচনী সরঞ্জাম বিতরণকালে তিনি গণমাধ্যমকে বলেন, বৃষ্টির কারণে ভোটে কিছুটা প্রভাব পড়তে পারে। বৃষ্টির মধ্যে ভোটার কেমন আসবেন এখনই বলা যাচ্ছে না। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে ভোটারেরা আসবেন। ভোটের জন্য সব কেন্দ্র প্রস্তুত থাকবে। মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা ভোটারদের কেন্দ্রে নিয়ে আসবেন। চার-পাঁচটা কেন্দ্রের মাঠে পানি উঠেছে। ওসব কেন্দ্রে পানি নিষ্কাশনের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে আবহাওয়া বৈরি থাকলেও নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা নিজ নিজ প্রচেষ্টায় সর্বোচ্চ ভোটার অংশগ্রহণ করানোর জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানা গেছে।