ভোট বর্জনের দাবিতে নগরীতে জেলা বিএনপির গণসংযোগ

ভোট বর্জনের দাবিতে আন্দোলনরত বিএনপি ও সমমনা দলগুলোর গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ভোট বর্জনের আহ্বান জানিয়ে সিলেট মহানগরীতে লিফলেট বিতরণ করেছে সিলেট জেলা বিএনপি।

শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর কালিঘাট এলাকায় গণসংযোগে নেতৃত্ব দেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

এসময় তিনি বলেন, জোর করে ক্ষমতা আঁকড়ে রাখতে আওয়ামী লীগ পাগল হয়ে গেছে। সরকারের আজ্ঞাবহ এই নির্বাচন কমিশন ভোটের নামে জনগনের সাথে তামাশা করছে। ইতিমধ্যে সারাবিশ্বের কাছে প্রমাণিত হয়েছে যে, এই ফ্যাসিস্ট সরকার ও তাদের আজ্ঞাবহ এই ইসির অধীনে কোন দিনও দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই জনগন এই প্রহসনের নির্বাচনে যাবে না।

৭ জানুয়ারি মুক্তিকামী জনতাকে ভোটকেন্দ্রে না যাওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, এটি কোন নির্বাচন নয় নৌকা, স্বতন্ত্র, বিদ্রোহী ও গৃহপালিত দলের নামে তারা কথিত ভোট করবে। এই ভোটে যে প্রতীকেই ভোট দেয়া হয় না কেন প্রকৃত পক্ষে আওয়ামী লীগকেই দেয়া হবে। তাই আসুন আমরা সকলে মিলে সম্মিলিত ভাবে এই প্রহসনের নির্বাচনকে বর্জন করি।

এসময় তার সাথে ছিলেন, সিলেট জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এড. হাসান পাটোয়ারী রিপন, আনোয়ার হোসেন মানিক, রফিকুল ইসলাম শাহপরান ও আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, ডাঃ নাজিম উদ্দিন, মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খান, সহ সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শামীম, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ চৌধুরী, সহ তথ্য ও গবেষনা সম্পাদক আকবর হোসেন, জিয়াউর রহমান দীপন, সহ ক্রীড়া সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, রাহুল হোসেন সাহেল, আজিজুল হোসেন আজিজ, বোরহান উদ্দিন, রাসেল আহমদ, বেলাল আহমদ, আব্দুর রাজ্জাক, শেখ সুজা, রাহাত আহমদ প্রমুখ।