ভালোবাসা দিবসে সিকৃবি ‘সিঙ্গেল সোসাইটি’র বিক্ষোভ

‘প্রেমের মন্দিরে তালা, বন্ধুত্বের দরজা খোলা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিঙ্গেল সোসাইটির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মিছিলটি শুরু হয়ে টিলাগড় ইকোপার্ক এসে শেষ হয়।

‘ভালোবাসা কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না’, সিকৃবির মাটি সিঙ্গেল সোসাইটির ঘাঁটি’ এ রকম নানান স্লোগানে মুখরিত ছিলো পুরো ক্যাম্পাস।

এরপর সিঙ্গেল সোসাইটির সভাপতি শাকিল হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাঁধন এর সঞ্চলনায় সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি পালন করা হয়।

সভাপতি শাকিল হাসান বলেন, ‘আজকাল প্রেমগুলো শুধুমাত্র লাভ-লোকসানের হিসেব নিকাশের ভিত্তিতে হয়ে থাকে। নিঃস্বার্থভাবে ভালোবাসতে দেখা যায় না। তাই সম্পর্কগুলো খুব দ্রুত ভেঙ্গে পড়ে ও ঘটে আত্মহত্যার মতো ঘটনা। আমরা এই রকম প্রেম-ভালোবাসার তীব্র নিন্দা জানাই।’

সহ-সভাপতি আফজাল হাসান সৌরভ বলেন, ‘বিশ্ব ভালোবাসা দিবস মানে কেবল প্রেমিক-প্রেমিকার প্রেমকে বুঝায় না। এই দিনটিতে একটি মানুষ তার চারপাশের বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন, পরিবারের সকল সদস্যদের ভালোবাসা নতুন আঙ্গিকে প্রকাশ করতে পারে, এটাই তার বিশেষত্ব।’

এসময় আরো উপস্থিত ছিলেন সিঙ্গেল সোসাইটির দপ্তর সম্পাদক হৃদয় দাস, প্রচার সম্পাদক ফয়সাল মিয়া, সাংগঠনিক সম্পাদক ইউসুফ ভূইয়াসহ সিঙ্গেল সোসাইটির অন্যান্য নেতৃবৃন্দ।