ভারতের উত্তরাখণ্ডে তীর্থে যাওয়ার পথে একটি বাস খাদে পড়ে অন্তত ২৬ তীর্থযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
রোববার (৫ জুন) উত্তরকাশীর কাছে একটি জায়গায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকারের পক্ষ থেকে মৃত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।
জানা যায়, মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে ৩০ জন তীর্থযাত্রী নিয়ে যমুনোত্রীর উদ্দেশে রওনা হয়েছিল বাসটি। রোববার উত্তরকাশীর কাছে একটি জায়গায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় ছয়জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করলে সেখানে আরও চার জনের মৃত্যু হয়।
ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় শোক প্রকাশ করে মৃতদের পরিবারকে দুই লাখ টাকা আর্থিক সহায়তা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করে প্রধানমন্ত্রীর কার্যালয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টেলিফোনে কথা বলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিংহ ধামির সঙ্গে। অমিত মৃতদের প্রতি তার সমবেদনা জানিয়ে টুইটও করেন।