ভারতীয় হাই কমিশনের ইফতার, বিশিষ্টজনদের মিলনমেলা

মাহে রমজান উপলক্ষে বিশিষ্টজনদের সম্মানে মঙ্গলবার ইফতার মাহফিলের আয়োজন করে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন।

সন্ধ্যার আগে থেকেই ইফতারের এ আয়োজন যেন দুই দেশের বিশিষ্টজনদের মিলনমেলায় পরিণত হয়। এসময় অতিথিদের স্বাগত জানান ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।

পরে স্বাগত বক্তব্যে হাই কমিশনার প্রণয় ভার্মা মানবতা ও ভ্রাতৃত্বের চেতনা বৃদ্ধিতে ইফতারের তাৎপর্য তুলে ধরেন। এছাড়া তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার গভীর বন্ধনের ওপর জোর দেন এবং ১৯৭১ সালের যৌথ আত্মত্যাগের মূলে নিহিত আমাদের বিশেষ ও বহুমুখী সম্পর্ককে আরও সমৃদ্ধ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

হাই কমিশনার বলেন, এই ইফতারির জমায়েত মানুষে-মানুষে গভীর বন্ধনেরও প্রতীক, যা ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি বিনির্মাণ করে। এই উদযাপন মানবতা, সহানুভূতি ও অন্তর্ভুক্তির যৌথ মূল্যবোধকে পুনর্ব্যক্ত করে। এটি ভারত ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী ও ঐতিহাসিক বন্ধন এবং উভয় দেশের জনগণের জন্য আরও সমৃদ্ধ ভবিষ্যতের লক্ষ্যে কাজ করার সংকল্পও প্রদর্শন করে বলেও উল্লেখ করেন তিনি।

ইফতার আয়োজনে সরকার, আইনসভা, রাজনৈতিক দল, সশস্ত্র বাহিনী, সুশীল সমাজ, ব্যবসায়ীমহল, একাডেমিয়া, মিডিয়া ও সাংস্কৃতিকমহলসহ বাংলাদেশের সর্বস্তরের বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।