সিলেটের অনলাইন ওয়েবসাইট ‘ভাড়া নিব ডট কম’র ৩য় বর্ষপূতি পালিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) রাতে এ উপলক্ষে সিলেটে আল হামরা শপিং সিটির নবম তলার নিজস্ব কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে কেক কেটে ‘ভাড়া নিব ডট কম’র ৩য় বর্ষপূতি উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশাল ইউনির্ভাসিটির অধ্যাপক প্রণব কান্তি দেব, হেক্সাস এডুকেশনের ডাইরেক্টর ও সিলেট জিন্দাবাজার হেক্সাসের সিইও এবং অপস্টেল আইটির চেয়ারম্যান সুলতান আহমদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, দি আইটি এইডও অপস্টেল আইটির সিইও মাহফুজ রহমান তরফদার, ইয়ুথশপ ও সিলকেয়ার মালিক মারজান সাজ্জাদ, ব্র্যাক ব্যাংক সিলেট জোনের আঞ্চলিক প্রধান রেজাউল রহমান, সাংস্কৃতিক ব্যাক্তি ও সংগঠন আশরাফুল ইসলাম অনি, অপস্টেল আইটির চিপ অপারেটিং অফিসার হাবিবুর রহমান, দি আইটি এইডের আইটি অফিসার মারুফ আহমেদ পাপ্পু, ওমর মির্জা প্রমুখ।