ব্রাজিলে যাত্রীবাহী বিমান দূর্ঘটনায় সব আরোহীর মৃত্যু

ব্রাজিলের অ্যামাজন রাজ্যে যাত্রীবাহী বিমান দূর্ঘটনায় ১৪ জন আরোহী নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে মার্কিন নাগরিকও রয়েছে। রাজ্যের গভর্নর উইলসন লিমা এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে বার্সেলোস প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে তিনি লিখেছেন, বিমানটিতে একজন পাইলট ও সহকারী পাইলট ছাড়াও ১২ জন পর্যটক ছিলেন, যাদের সবাই নিহত হয়েছেন। স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, এমব্রেয়ার পিটি-এসওজি বিমানটি মানাউস থেকে উড্ডয়ন করে এবং ভারি বৃষ্টির সময় অবতরণের চেষ্টা করলে বিধ্বস্ত হয়।

বিমানটি প্রায় ৯০ মিনিটের ফ্লাইটে রাজ্যের রাজধানী মানাউস থেকে বার্সেলোসের উদ্দেশে যাচ্ছিল। ব্রাজিলের বিমান বাহিনী ও পুলিশ দুর্ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিলেট ভয়েস/এএইচএম