ব্রাজিলে মাদকবিরোধী অভিযানে নিহত ৪৫

ব্রাজিলের তিনটি রাজ্যে গত কয়েকদিনে মাদক চক্রের বিরুদ্ধে ব্যাপক অভিযানে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। আটক করা হয়েছে অর্ধশতাধিক মাদক ব্যবসায়ীকে।

সর্বশেষ অভিযানটি চালানো হয় রিও ডি জেনেরিওর কমপ্লেক্সে দা পেনহা এলাকায়। এ সময় মাদক চক্রের সদস্যদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়। গুলিবিদ্ধ হয়ে মারা যান অন্তত ১০ জন।

পুলিশের দাবি, তারা পাল্টা গুলি চালালে এই প্রাণহানি ঘটে। তবে অধিকার সংগঠনগুলো ব্রাজিলিয়ান পুলিশের এই অভিযানকে ‘প্রতিশোধমূলক’ বলে অভিযোগ করেছে। খবর বিবিসির।

এর আগে সাও পাওলোতে পুলিশের পাঁচ দিনব্যাপী অভিযানে ১৬ জনের মৃত্যু হয়। তার আগে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বাহিয়ায় গত শুক্রবার থেকে সন্দেহভাজন ১৯ জনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সাও পাওলোর অভিযানে ৫৮ জনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সেখানকার উপকূলীয় গুয়ারুজ শহরে পুলিশের স্পেশাল ফোর্সের এক সদস্য খুন হওয়ার পর এ অভিযান শুরু করা হয়। অভিযানে ৩৮৫ কেজি মাদক ও বন্দুক জব্দ করেছে পুলিশ।

সিলেট ভয়েস/এএইচএম