রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ। সোমবার (৩১ অক্টোবর) মন্ত্রিসভার কক্ষে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ডেঙ্গু সংক্রমণ ঠেকাতে সবার বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। সিটি করপোরেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, আজ সোমবার (৩১ অক্টোবর) পর্যন্ত চলতি বছর ডেঙ্গুতে ১৪১ জন মারা গেছেন। সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৫৮৪ জন ডেঙ্গু রোগী।
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৫৪৫ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৮ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন দুই হাজার ৩০৯ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন এক হাজার ২৭৫ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (৩১ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ২৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৪ হাজার ২৯৯ জন।