বেহাল নবীগঞ্জে চার শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের রাস্তা

হবিগঞ্জের নবীগঞ্জে ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান আইডিয়াল ল্যাবরেটরি হাইস্কুল, সবুজ কুঁড়ি কিন্ডারগার্টেন স্কুল, হীরা মিয়া গার্লস হাইস্কুল ও আইডিয়াল উইমেন্স কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র রাস্তাটি বেহাল। বৃষ্টি হলেই জল-কাদা আর খানাখন্দে অনেকটা অচল হয়ে পড়ে রাস্তাটি। বেহাল থাকে শুষ্ক মৌসুমেও। এতে ওই রাস্তা ব্যবহার করা স্কুলগামী শিক্ষার্থীসহ জনসাধারণকে পোহাতে হয় অসহনীয় দুর্ভোগ।

জানা গেছে, নবীগঞ্জ পৌরসভায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ২০১৬ সালে আইডিয়াল উইমেন্স কলেজ ও আইডিয়াল ল্যাবরেটরি হাইস্কুল প্রতিষ্ঠিত হয়। আইডিয়াল উইমেন্স কলেজের শিক্ষার গুণগত মান ভালো হওয়ায় ২০২২ সালে কলেজটি শতভাগ সাফল্য অর্জন করে। ওই কলেজে বর্তমানে শিক্ষকের সংখ্যা ১০ জন এবং শিক্ষার্থীর সংখ্যা প্রায় আড়াইশ’।

এছাড়া হীরা মিয়া গার্লস হাইস্কুল ও সবুজ কুড়ি কিন্ডারগার্টেন স্কুলের ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে স্কুলে যাতায়াত করে।

জানা গেছে, উপজেলার ইনাতগঞ্জ সড়ক থেকে বাইপাসে কলেজ ও স্কুল হয়ে বানিয়াচং রোডে পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তা কার্পেটিং ও সিলকোট দ্বারা কয়েক বছর পূর্বে পাকা করা হয়। কিন্তু গত বন্যা ও অতিবৃষ্টিতে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়ে ব্যাপক খানাখন্দসহ বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি। অবস্থা এমন দাঁড়িয়েছে যে কোনো রিকশাচালক এ রাস্তা দিয়ে যাত্রী নিতে চান না।

খানাখন্দের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় শিক্ষক-শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগে পড়তে হচ্ছে। তারা দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন।

নবীগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তরিকুল ইসলাম জানান, রাস্তা নতুনভাবে করার চেষ্টা চলছে। কিন্তু প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় রাস্তাটি নতুনভাবে করা সম্ভব হচ্ছে না। অর্থ প্রাপ্তি সাপেক্ষে মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।

নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী বলেন, রাস্তা নতুনভাবে করার জন্য চেষ্টা চলছে। নতুনভাবে করার আগ পর্যন্ত রাস্তাটি চলাচলের উপযোগী রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা শিগগির নেওয়া হবে।