শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মী বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে শাবি শাখা ছাত্রলীগ।
মঙ্গলবার (২৬ জুলাই) বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন করে তারা।
এ সময় ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান বলেন, বুলবুল আহমেদের খুনিদের সর্বোচ্চ শাস্তি, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান এবং ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। খুনিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমান, সমাজবিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহ-সভাপতি মামুন শাহ, সাবেক সদস্য আশরাফ কামাল আরিফ, সাবেক সদস্য মাহবুবুর রহমান, ছাত্রলীগ নেতা তারেক হালিমী, সুমন সরকার, রসায়ন বিভাগের সভাপতি মেহেদী হাসান স্বাধীন, সামাজিক বিজ্ঞান অনুষদের সাংগঠনিক সম্পাদক তানিম খন্দকার, মুজাহিদুল ইসলাম রিশাদ, সাজ্জাদ হোসেন, হৃদয় তালুকদার প্রমুখ।
এর আগে গতকাল সোমবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বুলবুল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরবর্তীতে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে টায়ার ও কাঠ জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা পর তারা অবরোধ তুলে নেন।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের গাজীকালুর টিলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন বুলবুল আহমেদ নামের ওই শিক্ষার্থী। পড়ে তাকে অজ্ঞান অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।