বিয়ানীবাজারে বিপুল পরিমাণ জাল নোটসহ আটক ১

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ৮৫ হাজার টাকার জাল নোটসহ সুনাম উদ্দিন (৬০) নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে তাকে আটক করা হয়।

বুধবার (২৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিলেট জেলা পুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার বেলা দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজারের লাউতা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সুনাম উদ্দিনের দেহ তল্লাশি করে ৫০০ টাকার ২টি বান্ডিলে ১৭০টি নোট অর্থাৎ সর্বমোট ৮৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটককৃত সুনাম উদ্দিন বিয়ানীবাজার উপজেলার বাহাদুরপুর বাঘ পচন্ড খা গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি অ্যান্ড মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক থানায় বিশেষ অভিযান পরিচালনা করছে সিলেট জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় গতকাল বিয়ানীবাজার থানার পুলিশ ৮৫ হাজার টাকার জাল নোটসহ একজনকে আটক করেছে।