বিশ্বনাথে ২৫টি পূজামন্ডপে শফিক চৌধুরীর উপহার বিতরণ

প্রতি বছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার ২৫টি মন্ডপে ব্যক্তিগত তহবিল থেকে উপহার সামগ্রী বিতরণ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী।

শুক্রবার (২০ অক্টোবর) বেলা ২টায় পৌর শহরের শনি মন্দিরে আনুষ্ঠানিক ভাবে পূজা মন্ডপের নেতৃবৃন্দের কাছে তিনি এ উপহার তুলে দেন।

এর আগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেন, এ দেশে হাজার বছরের গড়ে ওঠা সাম্প্রদায়িক সম্প্রীতি কোনো অপশক্তি যাতে নস্যাৎ করতে না পারে সেজন্য সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। বর্তমানে শেখ হাসিনার সরকার সকল সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও মানুষে মানুষে সৌহার্দে বিশ্বাসী। এ বিশ্বাসকে উপজীব্য করেই প্রতি বছর আনন্দমুখর পরিবেশে দুর্গোৎসব পালিত হচ্ছে এবং এর কোনরূপ বিঘ্ন যেন না ঘটে সে জন্য প্রশাসনের পাশাপাশি দায়িত্বশীল নাগরিকদেরও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনিল কান্ত দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়ন্ত দাশের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা রণজিৎ ধর রন, খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান আরশ আলী গণি, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক আব্দুল মতিন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, সদস্য ও পৌর কাউন্সিলর ফজর আলী, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর ধর, পৌর আওয়ামী লীগের সদস্য নাঈম আহমদ, রাজু আহম খান, উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল, জাবেদ মিয়া, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকনসহ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতবৃন্দ এবং সনাতর ধর্মালম্বিসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন।