সিলেটের বিশ্বনাথে বিভিন্ন স্কুল-কলেজ’সহ একাধিক সংগঠন ও পারিবারিকভাবে অনুষ্ঠিত হয়েছে বিদ্যার দেবী সরস্বতীর পূর্জা অর্চনা। সরস্বতী পূজা উপলক্ষ্যে বিশ্বনাথ পৌর শহর’সহ উপজেলার বিভিন্ন এলাকায় ছিল উৎসবের আমেজ। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাই সরস্বতী পূজা আয়োজনের মূল কেন্দ্রবিন্দুতে থাকেন। তাদের আয়োজনেই বেশি ভাগ মন্ডপে বিদ্যার দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিশ্বনাথে অনুষ্ঠিত শ্রীশ্রী সরস্বতী দেবীর পূজা মন্ডপগুলো পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার।
এ সময় তার সাথে ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি নেপাল কুমার দেব, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু প্রমুখ নেতৃবৃন্দ।