বিশ্বনাথে লেবু চাষে লাভবান সাংবাদিক বদরুল

সরকারের প্রণোদনাকৃত লেবুর চারা রোপন করেছিলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার পুরানগাও গ্রামের সাংবাদিক বদরুল ইসলাম মহসিন। সেই চারা এখন বাগানে রুপান্তরিত হয়েছে। লেবুর ফলন ভালো হওয়ায় এবং স্থানীয় বাজারে লেবুর চাহিদা থাকায় তা ন্যায্য দামে বিক্রি করতে পারবেন এমনটা আশাবাদী তিনি।

নিজস্ব মালিকানার ১৮ শত জায়গার মধ্যে সাত শতক জায়গার উপর ৫০ টি হাইব্রীড জাতের লেবুর চারা রোপন করেন বদরুল। বছর দুয়েক আগে রোপনকৃত চারাগুলোর, সঠিক পরিচর্যা করায় ফলনও ভালো হয়। তাকে দেখে উদ্বুদ্ধ হচ্ছে এলাকার অন্যরাও।

পুরানগাঁও গ্রামের, আব্দুল বারিক ও আশ্রব আলী জানান, পরিত্যক্ত জায়গা থেকে শুরু করে যেকোন ধরনের জায়গায় লেবু চাষ করলে এবং সঠিক পরিচর্যা করলে ফলন পাওয়া যায়। সাংবাদিক বদরুল লেবু চাষ করে, লাভবান হচ্ছেন এভাবে সবাই লেবু চাষে এগিয়ে এলে বাজারে লেবুর চাহিদা পূরনের পাশাপাশি লাভবান হওয়া সম্ভব।

সাংবাদিক বদরুল ইসলাম বলেন, অনেকদিনের সখ ছিল কোন কিছু করবো। বাগানের লেবুগন্ধী ঘাস মোটামুটি নিয়ন্ত্রণ অযোগ্য জিনিস। উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করি। বিশ্বনাথ উপজেলার সাবেক কৃষি অফিসার রমজান আলী লেবু বাগান করতে উৎসাহ দেন, তার উৎসাহ পেয়ে বাগান করতে আগ্রহী হই এবং সরকারিভাবে প্রণোদনা দিয়ে সহায়তাও করেন। বিশ্বনাথ উপজেলা থেকে প্রনোদনা হিসেবে ৫০ টি লেবুর চারা নিয়ে রোপন করেছি। প্রায় দুই বছর পরিচর্যা করার পর এবার লেবু ধরেছে। স্থানীয়ভাবে লেবু বিক্রি করে অনেকটা লাভবান হয়েছি। প্রতিবছর যদি এভাবে লেবুর ফলন ভালো হয়, তাহলে বিক্রি করে অনেকটা লাভবান হতে পারবো।

পাশাপাশি আমার দেখা দেখিও যদি কেউ লেবু বাগান করে এলাকার বেকার সমস্যা সমাধান হবে।