সিলেটের বিশ্বনাথ উপজেলায় ‘শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যে দি হাঙ্গার প্রজেক্ট বিশ্বনাথ পিএফজি কর্তৃক সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছে বিশ্বনাথ পিএফজি গ্রুপ।
আজ শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যার পর থেকে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের খোঁজখবর নেন বিশ্বনাথ পিএফজির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন পিএফজি বিশ্বনাথ উপজেলা অ্যাম্বাসেডর মোনায়েম খান, তজম্মুল আলী রাজু, কো-অর্ডিনেটর সাংবাদিক বদরুল ইসলাম মহসিন, সদস্য জয়নাল আবেদীন, আশিক আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, যুবদল নেতা তছলিম আলী, তাজ উদ্দিন আহমদ কিনু, দিলওয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ সার্বজনীন পূজামণ্ডপ কমিটির সভাপতি সুব্রত ধর বাপ্পি, প্রচার সম্পাদক বিজয় চন্দ্র দে, সাবেক সভাপতি সমরেন্দ্র বৈদ্য সমর, শনিবাড়ী দূর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় চন্দ্র দে, সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে প্রমুখ।