বিশ্বনাথ আমজদ উল্লাহ কলেজে এডহক কমিটির মতবিনিময়

সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রী কলেজের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি ও বিদে্যুাৎসাহী সদস্যের পরিচিতি সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর দুপুরে কলেজ হলরুমে এ সভা সম্পন্ন হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত উক্ত এডহক কমিটিতে জেলা বিএনপির নেতা ও নিখোঁজ এম ইলিয়াস আলীর পিএস মোহাম্মদ ময়নূল হক কে সভাপতি ও উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোনায়েম খাঁনকে বিদ্যোৎসাহী সদস্য করা হয়েছে।

কলেজের অধ্যক্ষ মো. নেছার আহমদের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেনের পরিচালনায় সভায় ও সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, এডহক কমিটির সভাপতি মোহাম্মদ ময়নূল হক, বিদ্যোৎসাহী সদস্য মো. মোনায়েম খাঁন, কলেজের শিক্ষক ইলিয়াসউর রহমান, আব্দুল মুমিন, বিশ্বনাথ পৌর সেচ্ছাসেবক দলের সদস্য আহমেদ দুলাল, রামপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ইসলাম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসেন আহমদ নোবেল, সদস্য সচিব ফাহিম আহমদ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন।

সভায় বক্তরা বলেন, বিগত সরকারের সময়কালে যত অনিয়ম দূর্নীতি করা হয়েছে, সেইসব অনিয়ম-দূর্নীতি দূর করে একটি পরিচ্ছন্ন শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষে কাজ করার আহবান জানান এবং কলেজের সামগ্রিক মানোন্নয়ন, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ ক্যাম্পাস গঠনের গুরুত্বারোপ করেন এবং নতুন এডহক কমিটির নেতৃবৃন্দ।

এসময় উপজেলা বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।