৫ ডিসেম্বর বিশ্ব মানবিক মর্যাদা দিবস ও ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর কোর্ট পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
স্বপন কুমার ঋষি দাসের সভাপতিত্বে ও আদিত্য বাশঁফোর পরশের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সংগঠনের সহ-সভাপতি মতিলাল বাল্মীকি, সিনিয়র সদস্য নানকা রবি দাস ও সদস্য মাহমুদুল্লাহ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাহেদা বেগম, রবিন্দ্র ঋষি, মধু ঋষি, ববিতা রানী ঋষি, কুমদেনী ঋষি, গোলাপী ঋষি, পপি ঋষি, মিনতি রানী ঋষি, সর্মিলা রানী ঋষি, রহিমা বেগম, মরিয়ম বেগম, রশিয়া বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মানুষের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দ বাড়াতে হবে।
সকল মহানগরী ও পৌরসভায় দলিত জনগোষ্ঠীর সবার জন্য আবাসনের ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জোর দাবি জানান তারা।