টঙ্গীর তুরাগ নদের তীরে আয়োজিত দুই পর্বের বিশ্ব ইজতেমায় ১৩ মুসল্লির মৃত্যু হয়েছে। এদের মধ্যে প্রথম পর্বের ইজতেমায় বার্ধক্যজনিত ও শ্বাসকষ্টের কারণে ৮ জন মুসল্লির মৃত্যু হয়। আর দ্বিতীয় পর্বে ৬ জন মুসল্লির মৃত্যু হয়েছে।
রোববার (২২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম।
তিনি বলেন, ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আনিসুর রহমান (৭১), নুরুল হক (৬৩), আবু তৈয়ব ওরফে আবু তালেব (৯০), হাজি মোহাম্মদ হাবিবুল্লাহ হবি (৬৮), আক্কাস আলী শিকদার (৫০), তোফাজ্জল হোসেন খান (৭০), হাবিবুর রহমান (৭০), আব্দুর রাজ্জাক (৭০) মারা যান।
আর দ্বিতীয় পর্বে রোববার আখেরি মোনাজাতের আগ পর্যন্ত ৬ জন্য মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন- কিশোরগঞ্জের সৈয়দ আলীর ছেলে আনু তাহের, বরগুনার আবদুল আলী রানার ছেলে মফিকুল ইসলাম (৭৫), গাইবান্ধার মৃত শুকুর মন্ডলের ছেলে আব্দুল হামিদ মন্ডল (৫৫), ঢাকার সাভারের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম, কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান (৪৫) ও গুলিস্তানের বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী বোরহান (৪৮)।
দ্বিতীয় পর্বের ইজতেমায় মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ ময়দানে জানাজা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।