বিপ্লব ও সংহতি দিবসে সিলেট বিএনপির যে কর্মসূচি

আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

এদিন দুপুর ২টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হবে বলে জানিয়েছেন দলটির দায়িত্বশীলরা।

র‌্যালী সফল করতে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।