বিজয় দিবসে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে ওসমানী জাদুঘর

বিজয়ের মাস ডিসেম্বরের আজ ১১ তারিখ। আর মাত্র ৪ দিন পর সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে মহান বিজয় দিবস। ওইদিন (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে ওসমানী জাদুঘর। ফলে বিনা টিকেটে জাদুঘর পরিদর্শন পরিদর্শন করতে পারবেন দর্শনার্থীগণ।

বুধবার (১১ ডিসেম্বর) ওসমানী জাদুঘর, সিলেটের সহকারী কীপার (রু. দা.) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশে দিনটি বিশেষভাবে পালিত হয়।

১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে দিনটিকে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়। দীর্ঘ নয় মাস মুক্তি যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।