মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্যের লুটনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
রবিবার (১৭ডিসেম্বর) সন্ধ্যায় লুটন শহরের সিওয়াইসিডি হল রুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয় দিবস উদযাপন কমিটি ও সেন্টার ফর ইয়ুথ এন্ড কমিউনিটি ডেভলপমেন্ট।
বাংলাদেশ জাতীয় দিবস উদযাপন কমিটি লুটনের চেয়ারম্যান মোহাম্মদ আলী মজনুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় দিবস উদযাপন কমিটির সেক্রেটারি ফজিলত খান, শাহ আবু নাসের, লুটন বারা কাউন্সিলের সাবেক কাউন্সিলার ইরাক করিম চৌধুরী, আব্দুর রাকিব, বর্তমান কাউন্সিলার রুমি চৌধুরী, শাহানারা নাসের, উম্মে আলী, ফাতিমা বেগম।
অনুষ্ঠানে দেশাত্ববোধক গান পরিবেশন করেন- বাউল ইকরাম উদ্দিন, কণ্ঠশিল্পী নওরিন, ছোট মিয়া, জলি, রেজওয়ান নূরসহ স্থানীয় শিল্পীবৃন্দ। রংধনু বাংলা স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা পরিবেশন করে নৃত্য।
পরে র্যাফেল ড্রয়ের মাধ্যমে ফিলিস্তিনের অসহায় মানুষের জন্য অর্থ সংগ্রহ করা হয়।